বিশ্বের শীর্ষ ১০ নেত্রীর তালিকায় শেখ হাসিনা
বিশ্বের ১০ সেরা নারীনেত্রীর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষষ্ঠ। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের চলতি সপ্তাহের অনলাইন সংস্করণে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তালিকায় স্থান পাওয়া ১০ নেত্রী বিভিন্ন দেশের চ্যান্সেলর, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তালিকায় দ্বিতীয় হয়েছেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট জোহান্না সিগারডারডোট্টির। এরপর যথাক্রমে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডি কির্চনার (তৃতীয়), লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রেবাউস্কাইতে (চতুর্থ), জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল (পঞ্চম), বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ (ষষ্ঠ), লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফ (সপ্তম), ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারজা হ্যালোনেন (অষ্টম), ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পেরসাদ-বিশ্বেশ্বর (নবম) এবং কোস্টারিকার প্রেসিডেন্ট লরা চিনচিলা (দশম)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাইম ম্যাগাজিনের এ জরিপ প্রতিবেদনের মন্তব্যে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের এই নেত্রী ১৯৭৫ সালের নারকীয় হত্যাকাণ্ড থেকে রক্ষা পান। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের ১৭ জন প্রাণ হারান। এর মধ্যে রয়েছেন তার বাবা-মা ও তিন ভাই। তখন তার বয়স ছিল ২৮। তিনি তখন ছিলেন দেশের বাইরে। পরবর্তীকালে তিনি এক মর্মান্তিক গ্রেনেড হামলা থেকেও প্রাণে রক্ষা পান। ওই হামলায় ২০ জনের বেশি নেতাকর্মী নিহত হন। ওই হামলার সময় তার গাড়িতে পর্যন্ত বুলেটের আঘাত লাগে। ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। কিন্তু ২০০১ সালের নির্বাচনে তার দল পরাজিত হয়। পরে ২০০৮ সালের নির্বাচনে আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পুনরায় প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।
No comments:
Post a Comment