আওয়ামী ফাউন্ডেশনের জমির উপর হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হাসপাতালে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কর্মীরা চিকিৎসা সেবা পাবেন। তিনি বলেন, এ হাসপাতাল হবে অলাভজনক এবং সেবামূলক প্রতিষ্ঠান। গতকাল রাত সোয়া আটটায় গণভবনে আওয়ামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিনি এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, ১৯৯৪ সালে এ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডই এ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। আওয়ামী লীগ নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী বাঙালিদের অনুদানে ফাউন্ডেশনের তহবিল সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ফাউন্ডেশনের লক্ষ্য ছিল আওয়ামী লীগের কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা দেয়া। কিন্তু সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম এবং সরকার গঠনে ব্যস্ততার কারণে এ ফাউন্ডেশনের আশানুরূপ অগ্রগতি হয়নি। বৈঠকে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং আওয়ামী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, শেখ রেহানা প্রমুখ উপস্থিত রয়েছেন। বৈঠকে আশিকুর রহমান শোক প্রস্তাব উত্থাপন করেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment