সংবিধান সংশোধনে সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের 'সর্বদলীয় সংসদীয় কমিটি' গঠন করা হয়েছে। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে তা পাস হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু, নারী ও শিশু প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী এই কমিটির নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রী বলেন, এই কমিটি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবে এবং প্রয়োজনে তাদেরকে কমিটিতে ডাকতে পারবে। শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment