Sunday, July 11, 2010

২৮ এপ্রিল, ২০১০

ভুটানের রাজধানী থিম্পুর বাংলাদেশ হাউজ অফ সার্ক ভিলেজে মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা বলেন, আমরা এ অঞ্চলে শান্তি, স্থায়িত্ব ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির মাধ্যমে দুদেশের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়া দুদেশের বাণিজ্যের তারতম্যও এর মাধ্যমে দূর করা সম্ভব। শেখা হাসিনা এ সময় আশা প্রকাশ করেন, পাকিস্তানের বিনিয়োগকারীরা বাংলাদেশের ওষুধ, বস্ত্র, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও কৃষিভিত্তিক শিল্প খাতে আগ্রহ দেখাবে। সার্কের ৮টি দেশের সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের প্রত্যাশিত উন্নতির জন্য গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা শক্তিশালী করা বিশেষভাবে দরকার। ইউসুফ গিলানী এ সময় সার্ককে শক্তিশালী একটি আঞ্চলিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন। প্রসঙ্গত, আগে থেকেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, গিলানীর সাথে শেখ হাসিনার এ বৈঠকে ১৯৭১ সালের যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আজকের বৈঠকে এ সংক্রান্ত কোন বিষয় নিয়ে কথা হওয়ার খবর পাওয়া যায়নি। এরপরে শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নাশীদ ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথেও বৈঠক করেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে সপ্রতিভ নেতৃত্বের জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট শেখ হাসিনার প্রশংসা করেন। অপরদিকে, হামিদ কারজাইয়ের সাথে বৈঠকে এ অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসবাদ দমনের বিষয়ে আলোচনা হয়।


No comments:

Post a Comment