Monday, July 19, 2010

লিখেছেন : সময়১০ ২৫ জুন (বৃহস্পতিবার), ২০০৯ ৩:৩৫ পুর্বাহ্ন

আজই তথ্য প্রমাণগুলো দিতে চাইনি তবু কারো কারো অহেতুক বিতর্কে অবসান হবে ভেবেই দিলাম
বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণাঃ এর পক্ষে কিছু দালিলিক প্রমাণ ।

bango

১। ২৬শে মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিব কতৃক স্বাধীনতা ঘোষণার এক টেলেক্স কপি

Telex_Printout26_March_1971

২। ২৭ মার্চ ১৯৭১ এর দি টাইমস রিপোর্ট

The Times01(27.03.71)

৩। ২৭ মার্চ ১৯৭১ এর নিউইয়র্ক টাইমস রিপোর্ট

NewYorkTime3_27_71

৪। ২৫ শে মার্চ ১৯৭১ এ হোয়াইট হাউস ডিফেন্স ইনটেলিজেন্সের রিপোর্ট

White-House

উপরোক্ত তথ্যের আলোকেই তো স্বাধীনতার ঘোষণার প্রমাণ পাওয়ার যায় এবং কে স্বাধীনতার ঘোষক তারও প্রমাণ মিলে। এটাই সত্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক।
এখানে একটি কথা উল্লেখ করতে চাই "যে বুঝে না তাকে বুঝানো যায় বা যে জানে না তাকেও জানানো যায়,কিন্তু যে জেনেও স্বীকার করতে চায় না বা বুঝেও বুঝতে চায় না তাকে তো জানানো বা বুঝানো যায়।"

http://somoy10.amarblog.com/posts/62211/

No comments:

Post a Comment