Saturday, July 24, 2010

১৯৭১-এর যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় আইলা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য উৎপাদন, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। তিনি সরকারের দেয়া এসব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ক্ষতিগ্রস্ত লোকদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী গতকাল ঘূর্ণিঝড় আইলা-ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহনির্মাণ অনুদান প্রদান উপলক্ষে শ্যামনগর উপজেলার এইচ সি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বক্তৃতাকালে ঘূর্ণিঝড় আইলা ও সিডরে ব্যাপক জানমালের ক্ষয়-ক্ষতির কথা উলে¬খ করে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলাবদ্ধতা দূর করার জন্যে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এ ছাড়া ড্রেজিংয়ের মাধ্যমে দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি এ ব্যাপারে সংশি-ষ্টদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, চিংড়ি চাষের জন্যে যত্রতত্র বাঁধ কেটে নোনা পানি ঢোকানো বন্ধ করতে হবে। চিংড়ি চাষের জমিতে লোনা পানি ঢোকার সময় বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়। তিনি চিংড়ি চাষী এবং সংশি¬ষ্ট সরকারী বিভাগকে এ ব্যাপারে লাগসই প্রযুক্তি গ্রহণের পরামর্শ দেন। জনসভায় আরও বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ত্রাণ ও পুনর্বাসন সচিব মুখলেসুর রহমান। জনসভার পর স্থানীয় মহসিন কলেজে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইলা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম তুলে ধরা হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নর-নারী জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রীর জনসভা স্থলে উপস্থিত হাজার হাজার জনতা মুহুর্মুহু করতালি ও শে¬াগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হতে থাকে ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম।’ প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পক্ষে রায় দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে তাঁর সরকার বদ্ধপরিকর। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, মক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে। কোন ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। তিনি এ ব্যাপারে সকলকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান।

No comments:

Post a Comment