Sunday, July 11, 2010

বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মে ২৪, ২০১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন ইউ আহমেদ ওনার (খালেদা জিয়া) লোক, ওনার আবিষ্কার। এখন জরুরি অবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কপাল চাপড়ে লাভ কী?’ প্রধানমন্ত্রী বলেন ‘আপনি মইন-ফখরুদ্দীনের দোষ দেখেন, ইয়াজউদ্দিনের দেখেন না।’ বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নয়জন সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে মইন ইউ আহমেদকে সেনাপ্রধান করা হয়েছিল পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য। আর বিশ্বব্যাংকের চাকরি থেকে ফখরুদ্দীন আহমদকে ডেকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছিল বিদেশে টাকা পাচারের অভিলাষ থেকে।’ কিন্তু তাঁদের নীলনকশা নস্যাৎ হয়ে যাওয়ায় রাগ দেখাচ্ছেন জনগণের ওপর। জনগণকে শিক্ষা দেওয়ার জন্য তারা হরতাল ডেকেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার বিকেলে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


No comments:

Post a Comment