Sunday, July 11, 2010


মে ২৩, ২০১০

স্বাধীনতার পর থেকে পাঁচটি সরকারের আমলে বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে সাত দফা। এ সুযোগ ব্যবহার করে কালো টাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করা হয়েছে প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই সবচেয়ে বেশি অপ্রদর্শিত আয় বৈধ করা হয়েছে। এর মধ্যে জিয়া সরকারের আমলে প্রথম দেওয়া কালো টাকা সাদা করার সুযোগে ৭০ কোটি টাকা সাদা হয়েছিল। এরশাদ সরকারের আমলে কালো টাকা সাদা হয়েছিল ৪৫০ কোটি টাকা। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে কালো টাকা সাদা হয়েছিল ৬ হাজার ৩ কোটি টাকা। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৯ হাজার ৬৭৭ কোটি কালো টাকা সাদা হয়েছে। জিয়া সরকার : জিয়াউর রহমান সরকারের আমলে ১৯৭৬-৭৭ অর্থবছর প্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ওই সময় ৭০ কোটি কালো টাকা সাদা হয়। এরশাদ সরকার : এরশাদ সরকারের আমলের শেষ দিকে ১৯৮৮-৮৯ অর্থবছরে দ্বিতীয় দফায় আবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। তখন ২০০ কোটি কালো টাকা সাদা করা হয়। একই সরকারের আমলে ১৯৮৯-৯০ অর্থবছরে তৃতীয় দফায় আবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ওই অর্থবছরে ২৫০ কোটি কালো টাকা সাদা করা হয়েছিল। বিএনপি সরকার : ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তার বাজেট বক্তৃতায় কালো টাকা সাদা করার সুযোগকে নিরুৎসাহিত করেছিলেন। তবে ওই সরকারের সময় কালো টাকা সাদা করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকার : ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তারাও কালো টাকা সাদা করার কোনো সুযোগ দেয়নি। চারদলীয় জোট সরকার : বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০১-০২ অর্থবছরের বাজেটে আবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। তবে এতে বিনিয়োগ করার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ওই সরকারের ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত এ সুযোগ বহাল রাখা হয়। এর আওতায় ২০০১-০২ বছরে ৪০০ কোটি টাকা, ২০০২-০৩ বছরে ১ হাজার কোটি কালো টাকা সাদা হয়। জোট সরকারের শেষ সময় ২০০৫-০৬ অর্থবছরে ৪ হাজার ৬০৩ কোটি কালো টাকা সাদা করা হয়। এর বিপরীতে সরকার আয়কর পেয়েছে ৩৪৫ কোটি টাকা। প্রসংগত উল্লেখযোগ্য যে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বিপুল পরিমাণ অবৈধ টাকা (কালো টাকা)সাদা করেছেন। এমনকি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও তার পুত্রের অবৈধ উপার্জনের কোটি কোটি কালো টাকাও সাদা করেছেন। কোনো দেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেন এর কোনো নজির বিশ্বের আর কোন দেশে পাওয়া যাবে না।


No comments:

Post a Comment