Sunday, July 11, 2010

২৫ এপ্রিল ২০১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোলা-৩ আসনের নির্বাচন নিয়ে বিরোধীদলীয় নেত্রী অনেক কথা বলেছেন। ভোলার জনগণ তার উপযুক্ত জবাব দিয়েছে। তিনি বলেন, "২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যত ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবার তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন আমাদের প্রার্থী।" রোববার বিকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শনিবার ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিএনপির হাফিজউদ্দিনকে ৫০ হাজারের বেশি ভোট হারিয়েছেন। যদিও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিরোধীদল বিএনপি। সাবেক সংসদ সদস্য হাফিজ ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. জসিমউদ্দিনের কাছে হেরেছিলেন ১৩ হাজার ভোটে। পরে জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল হলে শনিবার সেখানে উপনির্বাচন হয়। প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, "তিনি (খালেদা জিয়া) বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য বহুবার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। এখন আবার আন্দোলনের ডাক দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন।" ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে উল্লেখ করে হাসিনা বলেন, ওই সময়ের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করা হবে। সে লক্ষ্যে তার সরকার উপজেলা ও প্রত্যন্ত এলাকায় ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, চাঁদপুরে প্রযুক্তি ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় স্থাপন, শিশু পার্ক নির্মাণ, চাঁদপুর-শরীয়তপুর নৌপথে উন্নতমানের ফেরি এবং ভাঙ্গন রোধে নদী খননের ব্যবস্থা করা হবে।


No comments:

Post a Comment