Sunday, July 11, 2010

২৯ এপ্রিল ২০১০

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত দুদিনব্যাপী ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে আজ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে চলতি বছর বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের ব্যাপারে দুই দেশের প্রধানমন্ত্রী একমত পোষণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি সহায়তা নিয়েও আলোচনা হয়। শেখ হাসিনা সার্ক অঞ্চলের জনগণের ভাগ্যোন্নয়নে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে এক যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। চলতি বছর জানুয়ারি মাসে ভারতের রাজধানী নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে স্বাক্ষরিত চুক্তিগুলো বিশেষ করে ২শ' মেগাওয়াট বিদু্যৎ রফতানি এবং বাংলাদেশকে একশ' কোটি ডলারের সহজ শর্তের ঋণ প্রদানের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করছে। ভুটানের রাজধানী থিম্পুতে আজ সকালে সার্ক ভিলেজের ইন্ডিয়া হাউজে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতকালে ড. মনমোহন সিং এ কথা বলেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠককালে দুই নেতা ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দু'টি প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেছেন। ড. মনমোহন সিং বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে শেখ হাসিনাকে তাঁর দেশের সমর্থনের আশ্বাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আরো অবহিত করেন যে, তার সরকার তিস্তার পানি বন্টন সংক্রান্ত চুক্তির খসড়া চূড়ান্তকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সমপ্রতি ভারত সরকারের কাছে এই চুক্তির খসড়া হস্তান্তর করা হয়েছে। ড. সিং কমিটি অব এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন (সিড)-তে বাংলাদেশের প্রার্থিতার প্রতি তার দেশের সমর্থন ব্যক্ত করেন। বিশ্বে নতুন সপ্তাশ্চার্য হিসেবে তালিকায় সুন্দরবনের অন্তভর্ুক্তির জন্য বাংলাদেশের প্রচেষ্টার সমর্থনের জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ অর্জনে উভয় দেশ যৌথ উদ্যোগ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুপ্রতীম দু'দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং আশা প্রকাশ করেন যে, উভয় রাষ্ট্রের জনগণের কল্যাণে আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে। বৈঠককালে শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানালে ভারতের প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন।


No comments:

Post a Comment