Sunday, July 11, 2010

মে ১৩, ২০১০ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)'র একটি শিক্ষক প্রতিনিধিদল আজ এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি এ আহ্বান জানান৷ প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্র চালাচ্ছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা থেকে শুরু করে সকল পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান৷ তিনি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা ও সর্বশক্তি প্রয়োগের গুরুত্বারোপ করে বলেন, 'কাজটা অত্যন্ত কঠিন, তবে দেশ ও জাতির স্বার্থে এটা করতেই হবে৷' তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়৷ তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতির নামে ব্যাপকভাবে দলীয়করণ করে৷ এমনকি দলীয় নেতা-কমর্ীদের স্বার্থে বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফলে জালিয়াতি করা হয়৷ প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ বিনষ্টকারী যেই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না৷ তিনি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর৷ শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করতে চায়৷ এ ব্যাপারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানান৷


No comments:

Post a Comment