Sunday, July 11, 2010

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফানিকার সাক্ষাৎ, বাংলাদেশ হতে বেশী জনশক্তি আমদানির জন্য অনুরোধ
মে ১০, ২০১০ ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে অধিক হারে জনশক্তি আমদানির জন্য ইতালি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, বাংলাদেশের শ্রমিকরা অনেক বেশি পরিশ্রমী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সফররত ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফানিকা আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিসহ বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তাঁর সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেন না। তাঁর সরকার কখনোই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। তবে তিনি বলেন, 'কোনো দেশের সরকারের একার পক্ষে সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়, এজন্য যৌথ প্রয়াসের প্রয়োজন। আমরা শুধু বাংলাদেশেই নয়, এই অঞ্চলে সন্ত্রাস নির্মূল করে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নকে নিশ্চিত করতে চাই।' তিনি দারিদ্র্যকে এ অঞ্চলের সবচেয়ে বড় শত্রু হিসাবে চিহ্নিত করে বলেন, তাঁর বিগত সরকার দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিল। এ প্রসঙ্গে তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ সামাজিক নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী দেশের বিদু্যৎ ঘাটতি ও পানির সমস্যার কথা উল্লেখ করে বলেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সমস্যাগুলো সমাধানে তাঁর সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলে পানি ও বিদু্যৎ সমস্যা মানুষের সহনীয় পর্যায়ে এসেছে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাঁর সরকার সার, বীজ, জ্বালানিসহ কৃষি উপকরণের মূল্য হ্রাস করেছে। কৃষকরা যাতে সহজে ঋণ পেতে পারে তার ব্যবস্থাও নেয়া হয়েছে। সরকারের নেয়া এসব পদক্ষেপের ফলে এবারও দেশে বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


No comments:

Post a Comment