Sunday, July 11, 2010

২৬ এপ্রিল, ২০১০ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে বলেছেন, তাদের দুর্নীতি ও বিদ্যুৎ খাত থেকে কমিশন নেয়ার কারণে এ সংকট ঘনীভূত হয়েছে। তিনি বলেন, ‘এই সংকটের জন্য বর্তমান সরকারকে হুমকি দেয়ার আগে বিএনপি-জামায়াত জোটকে তাদের পাঁচ বছরের শাসনামলে জাতীয় গ্রিডে এক মেগাওয়াটও বিদ্যুৎ যুক্ত না করার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’ প্রধানমন্ত্রী গতকাল সকালে চাঁদপুরে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণকালে এ অভিযোগ করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ প্রকল্পটি বাস-বায়ন করছে। আগামী বছরের ডিসেম্বরে এই কেন্দ্রে বিদুৎ উৎপাদন শুরু করবে। দেশের বিদ্যুৎ সংকট নিরসনে তাঁর বিগত সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬-২০০১ পর্যন্ত সময়ে সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াট এবং ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন মেঘনাটঘাট-২সহ এ ধরনের আরো অনেক প্রকল্প গ্রহণ করা হয়। কিন্ত, তিনি দুঃখ করে বলেন যে, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে সেসব প্রকল্প বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। ফলে সংকট আরো গভীর হয়েছে। শেখ হাসিনা বলেন, বিগত বিএনপি সরকারের অব্যবস্থাপনার কারণে তাঁর সরকার দেশের বর্তমান বিদ্যুৎ চাহিদা পূরণে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়নের জন্য একটি নির্দিষ্ট কর্ম-পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’ চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ২০০১ সালের ১০ এপ্রিল একনেকের এক বৈঠকে প্রকল্পটি অনুমোদন করলেও বিএনপি-জামায়াত সরকারের পাঁচ বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর তা বাস্তবায়নে কোনো পদক্ষেপই নেয়া হয়নি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাজ শেষ করলে আমরা ১০০০/১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতাম। এতে দেশের মানুষকে এ রকম লোডশেডিংয়ের কবলে পড়তে হতো না। শেখ হাসিনা বলেন, বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কথা বিবেচনা করে তাঁর সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত জাতীয় গ্রিডে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে। তিনি বলেন, এছাড়া স্বল্পতম সময়ে বর্তমান বিদ্যুৎ সংকট যথাসম্ভব কমিয়ে আনতে ১০০০ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার ইতোমধ্যে একটি বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাঁর বিগত সরকার মেয়াদ শেষ করার আগে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১৬০০ মেগাওয়াট থেকে ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল এবং ৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেছিল।


No comments:

Post a Comment